ছোট বাচ্চাদের জ্বর হলে করণীয় কি ?

 শিশু বয়সে সাধারণ  একটি রোগ হলো জ্বর । তবে গরমের সময় শিশুদের জ্বরের হার বারে । তবে শিশু যদি খেলাধুলা করে , ভালোভাবে খেতে পারে , পানীয় বা মায়ের দুধ পান করতে সক্ষম হয়, ত্বকের রং স্বাভাবিক থাকে, যদি হাসি-খুশি ভাব থাকে এবং জ্বর কেটে গেলে তাকে স্বাভাবিক দেখায়--তবে বুঝতে হবে, এ জ্বর তেমন মারাত্মক নয় ।


প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শমতো খাওয়াতে হবে । কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিতে হবে । প্রচুর তরল ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সঙ্গে বুকের দুধও । কাশির জন্য কুসুম গরম লেবুর শরবত ও বড় বাচ্চা হলে মধু দিয়ে লেবু চা দিতে হবে ।


--জ্বর কমাতে গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে শিশুর পুরো শরীর স্পন্স করে দিতে হবে । এ ক্ষেত্রে আইসপ্যাক, ঠাণ্ডা পানি বা অ্যালকোহল ব্যবহার করা উচিত নয় । এতে পরবর্তী সময়ে জ্বর বেড়ে যায় ।

--পাতলা ও ঢিলাঢালা পোশাক পরিধান করাতে হবে । তবে খেয়াল রাখতে হবে, ঘরের তাপমাত্রা যেন অধিক উত্তপ্ত বা শীতল না হয় । 

--বেশি বেশি তরল খাবার ও পানীয় খাওয়ান, যাতে সে পানিস্বল্পতায় না পড়ে । যেমন ---স্যুপ। তবে চা, কফিযুক্ত পানীয় পরিহার করতে হবে ।

--জ্বরের সঙ্গে বমি, পাতলা পায়খানা থাকলে মুখে খাবার স্যালাইন খাওয়াতে হবে । এই সময় আপেল জুস বা ফলের রস খাওয়ানো যাবে না ।

Post a Comment

أحدث أقدم